কণ্ঠশীলন পরিচালিত প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার সপ্তনবতি (৯৭) আবর্তনের নবীন বরণ অনুষ্ঠিত হয় গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটায়। নির্বাচনী সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে এদিন প্রথমবারের মতো মিলিত হন কণ্ঠশীলনের শিক্ষকমণ্ডলী।

নবীন বরণে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন কণ্ঠশীলনের শিক্ষক নরোত্তম হালদার, কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত এবং কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে পরিবেশিত হয় আবৃত্তি প্রযোজনা “একুশে ফেব্রুয়ারি”। জহির রায়হানের উপন্যাস থেকে প্রযোজনাটির গ্রন্থনা করেন রইস উল ইসলাম, এবং নির্দেশনা দেন লিটন বারুরী। কণ্ঠশীলনের পঞ্চনবতি আবর্তনের প্রয়োগ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রযোজনায় অংশগ্রহণ করেন।