মীর বরকত

মীর বরকত

অধ্যক্ষ, কণ্ঠশীলন

মীর বরকত ১৯৫৮ সনের ১লা জুলাই ময়মনসিংহে জন্মগ্রহন করেন। সোনালী ব্যাংক লি. এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে বর্তমানে প্রমিত বাংলা উচ্চারণ ও আবৃত্তি চর্চার নিরলস কর্মী হিসেবে গণমাধ্যম ইন্সটিটিউট, পিআইবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, ছায়ানট, শিল্পকলা একাডেমীসহ প্রায় ৪০টি সংগঠন ও প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়ে চলেছেন। প্রাতিষ্ঠানিকভাবে স্নাতকোত্তর এবং ডিএআইবিবি শিক্ষার পর নাট্যশিক্ষাঙ্গান থেকে ১৯৮৩ সনে এক বছরের নাট্য বিষয়ক সার্টিফিকেট কোর্স এবং গণমাধ্যম ইন্সটিটিউট থেকে ১৯৮৪ সনে সংবাদ উপস্থাপনা ও রিপোর্টং কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে আবৃত্তি, গল্পবলা, ছড়া, প্রযোজনার নির্দেশনা ও আলোচনা অনুষ্ঠান এবং আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন।