সাহিত্যিক ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিক উদ্‌যাপিত হচ্ছে এই বছর। এই উপলক্ষে আগামী ১১ই আশ্বিন ১৪২৭ / ২৬শে সেপ্টেম্বর ২০২০ শনিবার রাত সাড়ে আটটায় ফেসবুক লাইভের মাধ্যমে “বিদ্যাসাগর জয়ন্তী” নামক অনুষ্ঠানের আয়োজন করেছে কণ্ঠশীলন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মীর বরকত। বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন: আবুল মোমেন, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও পরিচালক, ফুলকি; প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, প্রো-ভাইস চ্যান্সেলর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, সমন্বয় সাধক, রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড রিসার্চ, কোলকাতা, ভারত; পাপিয়া সিংহ মহাপাত্র, প্রধান শিক্ষক, সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়, কোলকাতা, ভারত। অনুষ্ঠানে বিদ্যাসাগরের নির্বাচিত রচনা থেকে পাঠ করবেন কণ্ঠশীলনের সদস্যরা। সঞ্চালনা করবেন গোলাম সারোয়ার।