কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রবীন্দ্রসাধক শিক্ষাগুরু ওয়াহিদুল হকের জন্মদিন ১৬ই মার্চ। তাঁর জন্মদিনকে সামনে রেখে আগামী ৬ ও ৭ই মার্চ ২০২০, শুক্রবার ও শনিবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ঢাকায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে (প্রথম-ষণ্নবতি আবর্তন) সকল শুভাকাঙ্ক্ষী সহযোগে সঙ্গীত, নাটক, আবৃত্তি অনুরাগী সংস্কৃতিকর্মীদের নিয়ে সপ্তমবারের মতো ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০২০-এর আয়োজন করতে যাচ্ছি আমরা।

উৎসবে অংশগ্রহণের জন্য কণ্ঠশীলন আবর্তন উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৯শে ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে নিবন্ধন করতে অনুরোধ করা যাচ্ছে। প্রতিজনের নিবন্ধন ফি ৫০০.০০ (পাঁচশত) টাকা, দম্পতির ক্ষেত্রে ৭০০.০০ (সাতশত) টাকা। আত্মীয়-বান্ধবদের ক্ষেত্রে নিবন্ধনের প্রয়োজন নেই, তবে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের জন্য রেয়াতিহারে কুপনের ব্যবস্থা থাকবে।

নিবন্ধন প্রক্রিয়া:
– কণ্ঠশীলন কার্যালয়ে সরাসরি নিবন্ধন করা যাবে (বিকাল ৩টা – রাত ৯টা)।
– মোবাইলের মাধ্যমে নিবন্ধন: এসএমএস ও নিবন্ধন ফি পাঠানোর বিকাশ নম্বর – ০১৯১২ ৫৭৩১৯৫
– ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন: http://www.utsab.kanthoshilon.org
– ফেসবুকের মাধ্যমে নিবন্ধন: https://www.facebook.com/kanthoshilon

আমাদের প্রত্যাশা কণ্ঠশীলন পরিবারের সদস্য হিসেবে নিশ্চয় আপনি উৎসবে যোগ দিয়ে আয়োজনকে সাফল্যমণ্ডিত করবেন এবং এক মান বাংলা প্রতিষ্ঠায় অবদান রাখবেন।