কণ্ঠশীলন আয়োজিত দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি ও নির্ধারিত বিষয়ের উপর মুক্ত আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘আবৃত্তি সমারোহ’ ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে আগামী ২৮শে জ্যৈষ্ঠ ১৪২৭ / ১২ই জুন ২০২০, শুক্রবার, রাত আটটায় (ভারত সময়: সন্ধ্যা সাড়ে সাতটা)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, এমপি। এবারের নির্ধারিত বিষয়: “সাংগঠনিক আবৃত্তিচর্চার সুফল ও দুর্বলতা”। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত, বিশিষ্ট আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও রাশেদ হাসান। একক আবৃত্তি করবেন কণ্ঠশীলন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, চারুকণ্ঠ ও স্বরবৃত্তের আবৃত্তিশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার।